Description
সব সময় নিজে কিছু করার চেষ্টা করেছি।২০১৮ সাল থেকে নিজের হোস্টেল খরচ নিজেই চালায়েছি টিউশনি করে। বাবা মার সার্মথ্য যথেষ্ট ছিলো তবুও সেটা এড়িয়ে চলে নিজে কিছু করার জন্য টিউশন করা। কিন্তু ২০২০ এ ২৬ নভেম্বর থেকে টিউশনি অফ হয়ে যায়। সব কিছু অফ থাকলেও নিজের হাত খরচতো থেমে থাকে না।সেই জন্য ভেবেছি নিজে কি করা যায়। সেই চিন্তা থেকে ২০২০ এর জুন মাসে নিজের উদ্যোগ শুরু করি।সেই থেকে এখনো অব্দি আমি উদ্দ্যোক্তা।