Description

ছোটোবেলা থেকেই ভিন্ন ভিন্ন কাজে আগ্রহ কাজ করে। সাইকোলজিতে অনার্স কমপ্লিট করে একটা স্পেশাল চাইল্ড অর্গানাইজেশনের সাথে কাজ শুরু করি। প্রায় ৮ মাস চাকুরী করার পর মাস্টার্স এর পরীক্ষা এগিয়ে আসায় চাকুরীটা ছাড়ার প্রয়োজন হয়। সে সময় স্বনামধন্য একটি পাবলিকেশনেও কাজ করছিলাম। প্যান্ডামিকের সময় মোটামুটি সবাই ঘরে বন্দি হয়ে যাই। হঠাৎ করে ব্যস্ত জীবনে স্থবিরতা চলে আসে। সে সময় অনুভব করি নতুন কিছু করার। আমার অনলাইনে কাজের শুরুটা ২০২০ এর জুন মাসে। শাড়ী পড়তে প্রচন্ড ভালোবাসি ছোটোবেলা থেকেই। এক সময় আম্মু আর ভাবীদের শাড়ী পড়ে পুতুল পুতুল খেলতাম। প্রায় অনেকদিন ধরেই শাড়ী নিয়ে কাজ করার ইচ্ছেটা মনের মধ্যে অল্প অল্প করে পাখা মেলছিলো। অনলাইনে কাজ শুরু করবো করবো করেও সাহস করে উঠতে পারছিলাম না। প্যান্ডামিকে যখন সবাই ঘরে বন্দি তখন একদম সদ্য শুরু হওয়া উদ্যোক্তা মেলা গ্রুপে কেউ একজন যুক্ত করেন। গ্রুপ ঘুরে অন্য উদ্যোক্তাদের কাজ দেখে আমার ভেতরে কাজ করার ইচ্ছাটা আরও বেশি জেগে ওঠে। জুন মাসে শুরু করি আমার উদ্যোগ নিয়ে কাজ করা। Tithis flossy নামে পেইজ খুলে বসি। আমার পাগলামিটাকেও বাসার সবাই খুব খুশি মনেই গ্রহন করেন। সেই থেকে টুক টুক করে পথচলা। শাড়ী, অর্নামেন্ট, ড্রেস মোটামুটি সবকিছু নিয়েই অল্প অল্প করে আগাতে থাকি আমার স্বপ্ন পূরনের জন্য।