Description
শুরু টা হয়েছিল সেপ্টেম্বর, ২০১৯ এ… প্রায় ৬+ বছর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ব্যাক এন্ডে জব করার পর ২০১৮ সালে পারিবারিক কারনে জব টা তখন ছেড়ে দিতে হয়। কাজের মানুষ আমি তখন হুট করেই অখণ্ড অবসর। এত লোকের মাঝে থাকা আমি তখন হুট করেই একা হয়ে যাই। হাজব্যান্ড তার চাকুরি জন্য সারা দিন বাহিরে। মাঝে মাঝে এর দম বন্ধ মনে হত। এর মাঝেই একবার শ্বশুর মশাই দেশের বাহিরে থেকে দেশে আসেন। আর খুব সাভাবিক ভাবেই একমাত্র পুত্রবধুর জন্য বস্তাভর্তি উপোহার নিয়ে আসেন।
সেই থেকেই এই বিজনেস আইডিয়া। আর যেই ভাবা সেই কাজ। শ্বশুর মশাই আর বরে সহযোগিতায় শুরু করে দেই আমার স্বপ্নের পথচলা। আমার বণিক… 🙂
বিজনেসের “ব” না জানা মেয়েটার ছোট্টো পেইজ আজ হাটিহাটি পা পা করে এগুচ্ছে।
ইনশাআল্লাহ…আল্লাহ পাকের ইচ্ছায় একদিন আমার এই বণিক কে আমি নিয়ে যাবো এক অনন্য উচ্চতায়।