Description

আমি তানজিলা রুবাইয়াত। মাস্টার্সে পড়ছি। ছোটবেলা থেকেই অন্যেদের সফলতার গল্প শুনতে শুনতে ইচ্ছে জাগে নিজের পথ সৃষ্টি করার। সবাই যখন ছাত্র সময়ে টিউশন খোজে তখন আমি চিন্তা করলাম আমার বিজনেস যাত্রা এখান থেকে শুরু হোক। তাই পড়াশোনার পাশাপাশি শুরু করলাম নিজের বিজনেস। একজন মেয়ে হিসেবে উদ্যোক্তা হওয়া এত সহজ ছিল না। পরিবার রাজি না হওয়ায় অল্প কিছু পুঁজি নিয়েই শুরু হয় আমার উদ্যোক্তা জীবন তবে আমার বরাবরই ইচ্ছা ছিলো পুজি কম থাকলেও আমার বিজনেসের প্রোডাক্টগুলো হবে কোয়ালিটিফুল। আমার বাবা চেয়েছিল আমি চাকরি করি। কিন্তু আমি বরাবরই জীবনে চ্যালেন্স নিতে পছন্দ করি। তাই সকল দ্বিধা- দ্বন্দ্ব , প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে শুরু করে দিলাম আমার বিজনেস। আমার উদ্যোক্তা হওয়ার জার্নি তা এত সহজ ছিল না। বিজনেস এর লাভ – ক্ষতি পোষাতে পারবো কি না তাই ফ্যামিলি সাপোর্ট দিল না। তাতে আমি হতাশ হয়নি যত কাজ সব নিজের একা করতে শুরু করলাম। প্রোডাক্ট সোর্স থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত সব একাই করেছি। প্রথম প্রথম রাজি না হওয়ায় এখন ফ্যামিলি থেকে মোটামুটি ভালই সাপোর্ট পাচ্ছি।