Description

একটা প্রাইভেট ভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছি। কিছু মাস ইভেন্ট ম্যানেজমেন্ট এ কাজ করেছি। জব টা ছেড়ে দিলাম কারণ বিয়ে করে ফেলি আর কাজের ক্ষেত্র এর দূরত্ব বেশ দূরে ছিল। ঘরে বসে বিভিন্ন গার্লস গ্রুপ এর মডারেটর হয়ে কাজ করতে শুরু করি পেমেন্ট এর বিনিময়ে, ভালো আয় ছিল শুয়ে বসে। আমার এক্সট্রা আয় দিয়ে ফোন কিনলাম। দেড় বছর এমন করতে করতে বিশ হাজার এর মতো টাকা হলো আর কিছু এড করে ফোন কিনি। আর ভাবি আমি ও তো বিজনেস শুরু করতে পারি যেই ভাবা সেই কাজ, বোন দের সাথে শেয়ার করি। ওরা ও রাজী পার্টনারশিপ এ শুরু হলো ড্রেস এর বিজনেস, এর পাঁচ মাসের মাথায় জুয়েলারি এর বিজনেস, এর আট মাস পর মেকআপ আইটেমস নিয়ে যাত্রা। গার্লস গ্রুপ এর মডারেটরশীপ কাজ করতে গিয়ে ভাবনা টা মাথায় আসে। শুরু টা করার পর খুঁজি ভালো একটা প্লাটফর্ম যেখানে আমাকে চিনবে,জানবে আমার উদ্যোগ সম্পর্কে। এক বান্ধবী এর মাধ্যমে এড হই মেলায়। এখন আলহামদুলিললাহ ভালো চলছে আমার উদ্যোগ। এই হলো আমার ছোট্ট গল্প।